কবিতা:কাজ,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত
তারিখ:27.02.2021
__________________
কাজতো কাজই হয়,
সে অর্থ উপার্জন বা আর যা কিছু করণীয় হোক।
যে ভালো কাজ করবে,
সে ভালো ফল পাবে।
আবার যে খারাপ কাজ করবে,
সে খারাপ ফল পাবে।
তাই সেই কাজই করতে হবে,
যা ভালো ফল দেবে।
আমরা অনেক কিছুই বলি,
সবইতো ঈশ্বরের তৈরী।
এই পৃথিবীতে প্রয়োজন অনুযায়ী,
কাজগুলোও সব তৈরী।
একেকটা কাজ একেক-রকম,
তেমনি বিভিন্ন কাজের জন্য,
কাজের মানুষও থাকে বা চাই বিভিন্নরকম।
যেমন- অসুস্হ মানুষের জন্য ডাক্তার,
পড়াশোনার জন্য শিক্ষক,
বাড়ি বানানোর জন্য মিস্ত্রি,
ড্রেন পরিষ্কারের জন্য সুইপার।
একেকটা কাজ কিন্তু একেকটা কাজের পরিপূরক।
তাই অর্থ উপার্জন দেখে নয়,
প্রত্যেকটা মানুষকেই শ্রদ্ধা,সম্মান,ভক্তি জানাতে হবে,
তবে অসৎ ব্যক্তিকে এড়িয়ে চলতে হবে।
কোনো কাজই ছোটো নয়,
শুধু আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্যমাত্র,
তবে এই দৃষ্টিভঙ্গির কারণও যথেষ্ট।
বেশি টাকা উপার্জন করা যায়,
তেমন কাজকেই ভালো কাজ মনে করা হয়।
বেশি অর্থ উপার্জনকারী ব্যক্তিও,
তার অর্থের কারণে সম্মান পায়।
কারণ তাতে আহ্লাদ প্রমোদ অনেক বেশি মেটে।
তবে যদি ভাবি গুরুত্বের দিক দিয়ে,
তবে দেখা যাবে সব কাজেরই গুরুত্ব আছে।
আর কাজগুলো করার জন্যে,
কাজ অনুযায়ী মানুষের প্রয়োজন হয়ে থাকে।
______
ليست هناك تعليقات:
إرسال تعليق