কবিতা:ভেসে,
কবি:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত
তারিখ:27.05.2024
___________________
ভেসে চলেছে সুখ,
ভাসছে সাহিত্য,
ভাসছে টাকা,
ভাসছে ভালোবাসা,
ভাসছে কথা,
উড়ছে প্রতারণা,
ভাসছে খেলা,
উড়ছে নতুন দিশা,
সাথে ঠকবাজির ঠককথা,
উড়াল দেয় হককথা।
ভাসছে গান,
আনন্দে বলিয়ান,
উড়ছে রাজনীতির জাল,
চলছে চাল।
ভাসছে গল্প,
ধরতে পারলে প্রবন্ধ।
ভাসছে আবেগ,
খুঁজছে রামধনুর সতেজ।
ভাসছে সবকিছু,
যে যা নিতে পারছে,
যার ভাগ্যে জুটেছে যা কিছু।
______________________

ليست هناك تعليقات:
إرسال تعليق