কবিতা:নিজেকে ফিরে পেতে,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:09.11.2021
পোস্টের তারিখ:11.11.2021
_________________
কখনও,কোনো কারণে!
নিজেকে হারিয়ে ফেললে নিজের জীবন থেকে,
অনুভব হওয়া মাত্রই,
নিজেকে ফিরিয়ে আনতে হবে নিজের জীবনে। ধাক্কার বাহার,শত্রুর চেষ্টা!
বারবার চেষ্টা করবে ব্যার্থ প্রমাণ করার।
কেউ পরিবর্তন করে সঠিক রাস্তায় ঠেলে দেয়!
সুন্দর জীবনকে নষ্ট করার জন্য,
জীবন থেকে জীবনকে অনেকে কেড়ে নেয়।
চলার গতি না থামিয়ে,
ফিরিয়ে আনতে হবে হারিয়ে যাওয়া জীবনকে।
নিজের মতো করে আবার গুছিয়ে নিতে হবে,
নিজের চিন্তা-ভাবনা অনুসারে।
_______________
ليست هناك تعليقات:
إرسال تعليق