الأحد، 16 مايو 2021

কবিতা:গরীবের রাজ্য, কলমে:প্রিয়াংকা নিয়োগী

 কবিতা:গরীবের রাজ্য,

কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:05.05.2021
_____________________
গরীবের রাজ্যে স্বপ্ন একটু ধনী হবার,
এই ভেবে বেলা করে দেয় পার।
এদিকেতো দিন আন্তে পান্তা ফুরার অবস্থান,
দিনও যে কখনও কখনও অন্ধকারের সমান, ক্ষুধার রাজ্যে কখনও কখনও সুবুদ্ধিটাও যে দৃশ্যহীন।
দোকানের খাবারগুলো দেখেই মন ভরাতে হয় বেশিরভাগ।
বাড়িতে একটু দামি খাবার হলে,
নিজেকে একটু অন্যরকম মনে হয়।
একটু অর্থের জন্য চলে দেদার পরিশ্রম।
রাতের চাঁদটা দামি ঝাড়াবাতি হয়ে যায়,
সুপারি গাছের পাতায় বসে গাড়ি গাড়ি খেলা,
আর কলা গাছ দিয়ে ভ্যালা বানানো,
বাচ্চাদের জীবনে অন্যতম আনন্দ হয়।
দামি খেলনার দোকানে তাকানো পর্যন্তই,
শেষ কথা হয় বাচ্চাদের।
স্বপ্ন থাকে অনেক কিছুর,
বাস্তবায়ন হয় কত টুকুর!
প্রতি পদে পদে টের পায়,
গরীবরা তাদের পদমর্যাদা।
ধ্বনির সাথে একটু বন্ধুত্ব হলে মনযে ভরে,
অন্যের দামি গাড়ি,বাড়ি দেখে খুশি হতে হয় অনেকাংশে,
ওইটুকু খুশি নিয়ে চলে যায় কল্পলোকে,
গরীবের রাজ্যে "স্বপ্নটাই" যে,
বাঁচার ঔষধ হিসেবে কাজ করে।
Peut être une image de Priyanka Neogi


ليست هناك تعليقات:

إرسال تعليق