কবিতা:হাসনুহানা,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:06.05.2021
___________________
ভালোবাসায় হাসনুহানা,
প্রণয়ের এক নতুন রুপকথার সূচনা।
সন্ধ্যার কালো চেহেরায় আচমকা দেখা পেয়ে,
তুলে এনে উপহার দেয় প্রিয়তমাকে,
সাদা রঙের ফুটন্ত "হাসনুহানা"।
এক "স্বর্গ উৎসব" তৈরী করেছিলো,
সেই সময় উভয়ের মধ্যে,
যখন প্রিয়তমার দৃষ্টি হাসনুহানার সৌন্দর্য্য বিশ্লেষণে ব্যস্ত,
প্রিয়র হাতের প্রথম দেওয়া ফুলের সৌন্দর্য্য যেন,
তার ভালোবাসার সৌন্দর্য্যকে কয়েকগুণ বাড়িয়ে তুলল,
শুভ্রতা জুড়ে দিলো প্রিয়তমার বিশ্বাসে,
ভালোবাসার জলন্ত লাভা তৈরী করে দিল,
যে লাভায় লাভায়িত হলো আবেগ ও সৌহার্দ্যর পরশমণি।
যা অসমাপ্ত রবে জীবনত্বর।
বৈশাখী সন্ধ্যায় হাসনুহানার উপস্হিতি,
উভয়ের প্রেমকে "ঘনত্ব ও গাড়ত্ব" কোরে,
এক শক্ত সেতু তৈরী করে দিলো,
যা ভালোবাসার জগতে ভালোবাসার হাসনুহানা সেতু,
যে সেতুতে শুধুই হাসনুহানারা থাকবে,
ভালোবাসার উদ্যম বাড়াতে।
হাসনুহানার ঝিকিমিকি আকার,
দুজনের ভালোবাসার ঝিকিমিকি বাড়িয়ে দিলো।
_________________

ليست هناك تعليقات:
إرسال تعليق