الأربعاء، 17 فبراير 2021

কবিতা:তোমার করণীয়, পর্যায়:বাস্তব, কলমে:প্রিয়াংকা নিয়োগী,

 কবিতা:তোমার করণীয়,

পর্যায়:বাস্তব,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:08.01.2021
_________________
তোমার করণীয় কাজটি করে যাও,
স্হির থেকে যাও একনজরে,
এমনভাবে দাঁড়িয়ে থাকো নিজের সিদ্ধান্তে ,
যাতে কেউ তোমাকে নড়াতে বা হেলাতে না পারে,
লক্ষ্যে পৌছাতে হলে,
লক্ষ্যের প্রতি দৃষ্টি থাকতে হবে এককভাবে।
জগতের মঙ্গল ও কল্যাণ করো।
তোমার করণীয় পরিবার,সমাজ,দেশের মান উচু করা,
আর সুশিক্ষায় তোমার চারপাশ ভরিয়ে তোলা।
উচ্চ শিক্ষিত হয়ে ভালো কাজে নিযুক্ত হও,
সারাজীবন সুস্হভাবে চলার পন নেও।
তোমার করণীয় কখনও যাতে ঠকে যেতে না হয়,
শত্রুদের যেন তোমার দ্বারা হয় পরাজয়।
তোমার করণীয় সেইসব কাজ,
যা করলে তুমি সারাজীবন মাথা উচু করে বীরের মত বাচতে পারবে ও বাচাঁর মতো করে বাচঁতে পারবে।
তোমার করণীয় হবে সব সময় বুদ্ধি খাটিয়ে চলা ও বাস্তববাদী হওয়া,
একজন ভালো ও সুস্হ মানুষ হিসেবে নিজেকে চিহ্নিত করা।
বিসর্জন দিও সেই সব আবর্জনাকে,
যা নোংরা করে তুলতে পারে,
তোমার সুন্দর চলার পথকে।
সারাজীবন কষ্টের চেয়ে,
সাময়িক কষ্ট অনেক সুখের।
হেরে যাও,
তবে যুদ্ধ করে হেরে যাও,
সেই যোদ্ধাই প্রকৃত যোদ্ধা,
যে নিজের হারকে স-সম্মানে সবার কাছে তুলে ধরতে পারে।
ভালো তাকে বাসো,
যে সারারাত তোমার জন্য যেগে থাকবে।
যে তোমাকে নিয়ে মুক্ত মনে সবার কাছে গর্ব করবে।
টানাপোড়নের সম্পর্কের চেয়ে,
একা থাকা অনেক ভালো।
সব সময় সুসাথীকে পাশে রেখো।
________________
Peut être un gros plan de Priyanka Neogi et collier


ليست هناك تعليقات:

إرسال تعليق