الخميس، 11 فبراير 2021

অনুগল্প :পাম, কলমে:প্রিয়াংকা নিয়োগী

 অনুগল্প :পাম,

কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত
তারিখ:03.02.2021
_________________
হৃদয় থাকত মধ্যমগ্রামে। পড়াশোনা বলতে শ্রেণী বাড়ো।বাবার অবস্হা ভালো ছিলো বলে তার তেমন চিন্তা ছিলোনা কোনো বিষয়ে।
আনন্দ,ফুর্তি,মানুষকে ব্যাঙ্গ,পাম দিয়ে ভীষণ মজা পেত।তার এই আচরণে কেউ রাগ হলে বা দুঃখ পেলে তার কোনো আপসোস ছিলো না।কারণ এইসব করেই হৃদয় ভালো ও আনন্দে থাকতেন।
কিন্তু তার এই পাম্প ই যে একদিন কারো অক্সিজেন হয়ে দাড়াবে,তা হয়তো হৃদয় নিজেও কোনোদিন ভাবেনি।
মধ্যমগ্রামের মেলায় দুর দুরান্ত থেকে লোক আসে মেলা দেখার জন্য।তেমনি এক পরিবারও এসেছিলো মেলা দেখতে।সেই পরিবারে চারজন সদস্য অর্থাৎ মা,বাবা,ছেলে(জয়),মেয়ে(স্নেহা)।
জয় কাপ-প্লেট কেনার জন্য কাপ-প্লেটের দোকানে ঢুকলে সেখানে হঠাৎই কথা হয়ে যায় হৃদয়ের সাথে।হৃদয়ও এসেছিলো কাপ প্লেট কিনতে ।
জয় কাপ প্লেটের সেট ঠিকভাবে নির্বাচন করতে পারছিলোনা দেখে হৃদয়ই ঠিক করে দিতে গেলে তখনই কথা হয় দুজনের মধ্যে।দুজনের মধ্যে কথা শুরু হওয়ার পর হৃদয় মনে মনে ভাবল "এই শহরের "বাবুকে একটু "পাম্প" দিলে কেমন হয়!
শুরু হোলো পাম্প দেওয়া-
হৃদয় শহরে বাবু বলে জয়কে সম্বোধন করে বলল,
এই কাপ প্লেটৈ যখন আপনি চা খাবেন,তখন আপনাকে দেখতে একদম রণবীর কাপুরের মতো লাগবে।দেখে মনে হবে রণবীর কাপুর চা খাচ্ছে।
এই কথা শুনে একটু বিরক্ত হলেও বাকী কথাগুলো শুনে জয়ের মন ভরে গেল।
হৃদয় আবার শুরু করল, শহরে বাবু আপনিতো দেখতে একদম টম ক্রুসের মতো।বাস্তবে জয় এতটাও সুন্দর নয়।কিন্তু ওই কথা শুনে সত্যি হলেও মন খুশি হচ্ছিল।আর হৃদয়ও মজা পাচ্ছিল।
আচ্ছা শহরে বাবু আপনি যখন রাস্তা দিয়ে চলেন তখনতো মেয়েরাও উকি ঝুকি করে।আচ্ছা আজ পযর্ন্ত কত মেয়ের দ্বারা আপনি বিরক্ত হয়েছেন?
আপনার গার্ল ফ্রেন্ড নেই?
হৃদয়ের এই কথা শুনে জয়ের মনে পড়ে গেল কিছুদিন আগেই তার প্রেমিকা তাকে ছেড়ে এক চকচকে ঝগঝগে চেহারার কাছে চলে গেছে।
আর হৃদয় কি না বলছে কতজন মে ফোন করে।
হৃদয় যখন বলল জয়কে যে সে নাকি ক্যাটরিনার থেকেও ভালো মে পাবে,তখন হৃদয় দোনোমনায় পড়ে।আর ভাবতে থাকে আদৌ কি আমি এত সুন্দর।
তবে যাই হোক নিজেকেতো তৈরী করাই যায়। বতর্মানে মানুষ জিম করে ফিট থাকে।আমিও তাই করব।আমি জানিনা আমি সুন্দর কি না!তবে এবার থেকে শুরু হবে নিজেকে তৈরী করা।
জয় যেন আবার আশার আলো পেলো।তার গার্ল ফ্রেন্ড চলে যাওয়ার পর সে হতাশায় ছিলো।কিন্তু হৃদয়ের এই কথাগুলো জয়ের জীবনে নতুন মাত্রা ফেলে।জয় কিছুটা হলেও আনন্দ পায়।
বি:দ্রঃ কখনও কখনও কোনো কোনো মানুষের পাম্প কোনো মানুষের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়।


ليست هناك تعليقات:

إرسال تعليق