السبت، 20 فبراير 2021

কবিতা:শেষ ভ্যালেন্টাইন, কলমে:প্রিয়াংকা নিয়োগী

 কবিতা:শেষ ভ্যালেন্টাইন,

কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:18.02.2021
___________________
ভালোবাসার আবেগ শেষ হোলো,
ভালোবাসার দিন উদযাপন করে।
গোলাপ,গাদার উপহারে,
ভ্যালেন্টাইন উদযাপিত হয়েছিলো উভয়ের মধ্যে।
ভালোবাসার মানুষটির জন্য ছিলো সেদিন বিশেষ সাজ,
আর ছিলো আনন্দ ঘন মুহূর্ত,
জানতো তারা আর এগোবেনা,
তবুও দিনটি ভালোবেসে উভয়ে কাটালো।
সেটাই ছিলো তাদের জীবনের শেষ ভ্যালেন্টাইন।
সমাপ্তির ঘন্টা নাড়ে উভয়ের দরজায়।
জীবনের বাস্তব বড়োই কঠিন,
তাল মেলাতে না পাড়লে সব অমলিন।
চাওয়া-পাওয়ার ভীড়ে যতো,
হিসেব না মিললে সবই এবরো খেবরো।
আর তার থেকে দুরে থাকার ভাবনাই সর্বোচ্চ সিদ্ধান্ত,
আর এই সিদ্ধান্তের কারণেই
জীবন সুন্দর রাখার জন্য
কিছু ক্ষেত্রে বিচ্ছেদ আসন্ন।
কিছু বিচ্ছেদ সুখেরও হয়,
যেমনি কিছু যুগলের জীবনে
শেষ ভ্যালেন্টাইনস ও হয়।
Peut être un gros plan de Priyanka Neogi

ليست هناك تعليقات:

إرسال تعليق