দৈনিক প্রতিযোগিতা,
কবিতা:পথ,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:02.11.2021
পোস্টের তারিখ:03.11.2021
_________________
জীবনে চলার পথে,
অনেকরকম পথ পড়ে,
কখনও সুগম ও দুর্গম,
আবার কখনো নোংরা বা ঝা চকচকে,
কখনো কাঁটা বা কাঁকর,
আবার কখনও কখনও ফুল বিছানো থাকে।
যার দ্বারা যেমন পথ গ্রহণ হয়,
তার জীবন সেদিকেই ধাবিত হয়।
পরিস্থিতি বুঝে পরিবর্তন করে নেওয়াটাই বুদ্ধিমত্তার পরিচয়।
পথে দেখা হয় কতজনার সাথে,
কেউ বন্ধু রূপে ও কেউ শত্রু রূপে প্রকাশ পায়।
বুঝে নেওয়াটা শুধু নিজের উপর বর্তায়।
গন্তব্যস্থলে পৌঁছাতে হলে সমস্ত কিছুকে বুঝে পার করতে হবে,
তবেই গন্তব্যস্থলে সুন্দরভাবে পৌছানো যাবে।
__
ليست هناك تعليقات:
إرسال تعليق