الأربعاء، 5 مايو 2021

কবিতা:আশ্রয়, কবি: প্রিয়াংকা নিয়োগী,

 কবিতা:আশ্রয়,

কবি: প্রিয়াংকা নিয়োগী,

পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:05.05.2021
____________________
মন খোজে মনের আশ্রয়,
তা পেলে নাকি ভালোবাসার হয় জয়,
সময় খোজে বিশ্বাস,ভরসার প্রশ্রয়।
অনাথ চায় পরিবারের আশ্রয়,
বাড়িহীন মানুষ চায় স্হায়ী বাসস্থান।
বৃদ্ধাশ্রমের আশ্রয়ীরা চায় সন্তানের সুখ পেতে।
ক্ষমতাহীনরা চায় ক্ষমতাবানের সান্নিধ্য পেতে,
পেলে নাকি বুকের পাটা একটু শক্ত হয়ে থাকে।
দুর্বল পেতে চায় শক্তির আশ্রয়,
তা পেলে নাকি দুর্বলতা একটু হলেও পালায়।
অন্ধকার জীবন খোজে আলোর ঠিকানা!
বিশ্বস্ত হাত খোজে বিশ্বাসের পরোয়ানা।
এক স্থায়ী আশ্রয়ের জন্য মুখ বুজে সয্য করে যায় অনেকেই অনেককিছু।
Peut être une image de Priyanka Neogi


ليست هناك تعليقات:

إرسال تعليق