কবিতা:আশ্রয়,
কবি: প্রিয়াংকা নিয়োগী,পুন্ডিবাড়ী,ভারত,তারিখ:05.05.2021____________________মন খোজে মনের আশ্রয়,তা পেলে নাকি ভালোবাসার হয় জয়,সময় খোজে বিশ্বাস,ভরসার প্রশ্রয়।অনাথ চায় পরিবারের আশ্রয়,বাড়িহীন মানুষ চায় স্হায়ী বাসস্থান।বৃদ্ধাশ্রমের আশ্রয়ীরা চায় সন্তানের সুখ পেতে।ক্ষমতাহীনরা চায় ক্ষমতাবানের সান্নিধ্য পেতে,পেলে নাকি বুকের পাটা একটু শক্ত হয়ে থাকে।দুর্বল পেতে চায় শক্তির আশ্রয়,তা পেলে নাকি দুর্বলতা একটু হলেও পালায়।অন্ধকার জীবন খোজে আলোর ঠিকানা!বিশ্বস্ত হাত খোজে বিশ্বাসের পরোয়ানা।
ليست هناك تعليقات:
إرسال تعليق