الأحد، 16 مايو 2021

কবিতা: ঈদ 21 কলমে:প্রিয়াংকা নিয়োগী

 কবিতা: ঈদ 21

কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:14.05.2021
____________________
ঈদ মানেই খুশি,আনন্দ,বিতরণ করা,কেনাকটা,
ঈদ মানেই জীবনের খুশিতে নতুন রঙ দেওয়া।
ঈদ বয়ে আনে হাসির ফোয়ারা,
সব ভুলে গিয়ে আনন্দে আত্মহারা হওয়া,
ঈদ মানেই সৌহার্দ্য,সম্প্রীতি,
সম্পর্কগুলোকে উৎসবের আমেজে তরতাজা করা।
তবে -
তবে 21 এর ঈদও আনন্দের,
তবে এই আনন্দে কোথাও বিষাদের বিন্দু আছে।
প্রার্থনা করা হয়েছে আল্লাহকে,
তবে একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে।
আগে পরিবার ও নিজের জন্য চাওয়া হোতো প্রথমে,
এবার পৃথিবীর অসুখ সারার প্রার্থনা আগে করা হয়েছে।
21 এর ঈদেও হাসির ফোয়ারা আছে,
তবে এই হাসির অন্তরালে কোথাও ব্যথা আছে।
হয়নি কোনো ঘোড়ার জায়গা, বন্ধু বা আত্মীয় ও স্বজনের বাড়ি যাওয়া,
এবারের ঈদ যাপন শুধু "পরিবারের সাথেই থাকা"।
21 এর ঈদেও খাবার আছে,
তবে অনেকে শুধু খাবারের কথা ভেবেই খুশি হয়েছে।
21 এর ঈদেও কেনাকাটা হয়েছে,
তবে কেউ কেউ অন্যের কেনাকাটাগুলো দেখে,
অতীতের ঈদের স্মৃতি চারণ করেছে।
21 এর ঈদের প্রার্থনা -
মুক্ত ভাবে নয়, মাস্ক পরিধান করে,সাথে স্যানিটাইজার রেখে,
আল্লাহকে প্রার্থনা করেছে।
প্রার্থনা ছিলো-
পৃথিবী যেন খুব তারাতারি সুস্থ হয়ে যায়।
পৃথিবীর অসুখ যেন চিরতরে বিদায় নেয়।
মনের অন্তরাল বলেছে বারে বারে,
আগের পৃথিবী যেন আবার ফিরে আসে আমাদের মাঝে।
Peut être une image de Priyanka Neogi, position debout et bijoux

ليست هناك تعليقات:

إرسال تعليق