কবিতা:নেমন্ত্রণ,
কবি: প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার,ভারত
তারিখ:20.06.2024
_____________________
ঐ বাড়ির পুঁচকুটার সখ আছে বটে,
বড়লোক বাড়ির নেমন্ত্রণ এলে সেও যাবে।
মধ্যবিত্তের নেমন্ত্রণে একঘেয়ে লাগে,
বাবুমশাইদের নেমন্ত্রণ তাদের জন্য নহে,
এই বিষয়টি বাড়ির লোক কিছুতেই বলতে পারেনা যে।
বলতে গেলেই পুঁচকুর মুখটা আহ্লাদে গদ হয়,
ঐ অবস্থায় বাকি কথা ওখানেই পরে রয়।
মা-বাবা কিছুতেই পারেনা সবটুকু বোঝাতে,
পুচকুটার মুখে শুধু বাবুমশাইয়ের বাড়ির থেকে নেমন্ত্রণ আসবে কবে?
ليست هناك تعليقات:
إرسال تعليق