কবিতা:একতরফা প্রেম,
কবি: প্রিয়াংকা নিয়োগী,
ভারত,
তারিখ:29.01.2025
_____________________
এক মনে প্রেম নিয়ে অপ্রত্যাশিতভাবে ভালোবেসে যাই মনের রঙ থেকে,
একাই স্বপ্ন দেখি মুহূর্তে ভাসি আবেগে তরান্বিত হই,
উষা লগ্নে উষশিত মনে নিজেই নিজেকে শিরোপা দেই।
ভালো লাগে তোমার মাঝে নিজেকে ফিরে পেতে,
একতরফা মোহে মোহন্বিত হতে।
ঝড়ের মাঝে বসন্ত পাই তোমায় অনুভবে।
তোমার মুখেই দেখতে পাই ফেলে আসা দিনগুলোকে।
___________________

ليست هناك تعليقات:
إرسال تعليق