الأحد، 7 يوليو 2024

কবিতা:"জীবন আছে বলেইনা" কবি: প্রিয়াংকা নিয়োগী, ♥️ কোচবিহার, ভারত

 কবিতা:"জীবন আছে বলেইনা"

কবি: প্রিয়াংকা নিয়োগী, ♥️ 

কোচবিহার, ভারত 

তারিখ:07.07.2024

_______________________

জীবন আছে বলেইনা

ছয় ঋতুর উপলব্ধি আছে,

বর্ষায় কাশন্দী তৈরীর নিয়ম আছে।


   জীবন আছে বলেইনা,

সুখের সাথে দুঃখ পাওয়ার অভিজ্ঞতা থাকে,

ভালোর সাথে খারাপ সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে।

দেওয়ালে পিঠ ঠেকে গেলে,

ঘুরে দাঁড়ানোর মানসিকতা জাগে।

ঈশ্বরের কাছে প্রার্থনা থাকে,

নিজেকে শুধরানোর রাস্তা থাকে।


জীবন আছে বলেইনা,

জীবনের খেলা আছে,

হার বা জিত আছে,

নিজেকে প্রমাণ করার জেদ জাগে,

নিজেকে ঝালিয়ে নেওয়ার শোচনা আসে,

পারতেই হবে বলে পেরে দেখানোয় মত্ত থাকে।


জীবন আছে বলেই না

লাজ-লজ্জা,ঘৃণা মান-সম্মানবোধ কাজ করে।


জীবন আছে বলেই না

জীবনের জন্য যুদ্ধ ও লড়াই আছে।

ধৈর্য নামের অভ্যাস থাকে,


জীবন আছে বলেই না

মাটির গন্ধের স্বাদ আছে,

পরিস্থিতি পাল্টিয়ে নেওয়ার সুযোগ থাকে।


জীবন আছে বলেই না

স্বপ্ন আছে,

আশা-আকাঙ্খা আছে,

ভালোবাসার ছন্দ আছে।

রঙ-বেরঙের সহিষ্ণুতা আছে।


গান ও গানের সুর আছে,

ভবের মায়া উপলব্ধি আছে,

আকাশ কুসুম কল্পনা আছে,

জগৎ পরিদর্শনের মায়া আছে,

মৃদু হাওয়ায় প্রেম খোঁজে,

বৃষ্টিতে সুজনের নেশা ধরে।


তবে কেন সময়ের আগে নিজেকে থামিয়ে দেওয়া?

ঈশ্বরের জন্য অপেক্ষা করতে হবে,

তার আগে পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে।


                              ________________



ليست هناك تعليقات:

إرسال تعليق