দৈনিক প্রতিযোগিতা,
কবিতা:পহেলা,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:১৫.০৪.২০২২
___________________
সব কিছুরই পহেলা থাকে,
থাকে বছরেরও,
এই সুযোগে ঝালিয়ে নেও,
গ্রহণ করতে হবে নবত্ব।
নবত্বের প্রকৃতি তৈরী করে দেয়,
নিজেকে নব করে নিতে,
নতুন করে ভাবতে,
সবকিছু ঠিক রাখতে।
বিদ্বেষ সব দুর করে,
পরিবেশকে রাঙিয়ে নিয়ে,
ইতিবাচক ভাবনা নিয়ে,
উন্নয়নের কাজ করে,
কাটাতে হবে বছরটি আনন্দ ভরে।
_________

ليست هناك تعليقات:
إرسال تعليق