কবিতা:পরাজয় ই জয়,
কবি: প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার,ভারত
তারিখ:08.07.2024
____________________
কেউ জেতে কেউ হারে,
সময়ের নিরীখে সময় দাঁড়ায় জীবন মোড়ে।
জিতেছে বলে মনে খারাপ থাকে,
পরাজয় বোধ ঢেঁকুর তোলে।
পরাজয়ের দুর্গন্ধ,
মুছে দিতে পারে শুধুই জয়ের গন্ধ।
ইতিহাসে আছে শীর্ষ স্থানীয়র গল্প,
ব্যর্থতার হাত ধরে যা প্রাপ্ত।
সফল হতেই হবে,
নিজেকে নিয়ে মাততে হবে,
পরাজয়ের গ্লানি
নিজের তত্ত্বাবধানে নিজেকেই ঘোচাতে হবে।
___________________

ليست هناك تعليقات:
إرسال تعليق