পদ্য: হানাহানি নয়,
কবি: প্রিয়াংকা নিয়োগী, ♥️
কোচবিহার,ভারত
তারিখ:30.11.2024
_____________________
হানাহানি মারামারি রক্ত ঝড়াঝড়ি,
আর নয় সহিংসতার বাড়াবাড়ি,
বন্ধ হোক মানুষের শয়তানি।
মানুষ কেন অবুঝ প্রযুক্তিবিদ্যার যুগে,
প্রযুক্তিবিদ্যা ব্যাবহার করে,
নিজেকে অনেক কিছু ভাবে।
চকচকার যুগে মানুষ কেন ভিন্ন মতাবলির মানুষকে মেনে নিতে পারেনা,
তারা কেন বোঝেনা ভিন্ন মানুষের ভিন্ন ধারণা!
কেউ কারো ক্ষতি না করলেই হোলো,
জীবন পথে হানাহানি বন্ধ করে একতার আলো জ্বালো।
একতার মশাল জ্বালিয়ে,
পুড়িয়ে দিতে হবে বিভাজনকে।
বিবেক জাগ্রত রেখে,
হাঁটতে হবে মানবতার পথে ।
______________

ليست هناك تعليقات:
إرسال تعليق