الثلاثاء، 28 سبتمبر 2021

কবিতা:মানবতা আজও আছে, কলমে:প্রিয়াংকা নিয়োগী,

 কবিতা:মানবতা আজও আছে,

কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:27.09.2021
পোস্টের তারিখ:28.09.2021
______________________
মানব দ্বারাই মানবতা তৈরী,
কিছু ক্ষেত্রে পশুও এর অংশী।
খুজে দেখলে আজও পাওয়া যায়,
মানুষ মানুষের জন্যে।
মানবকল্যানে নিযুক্ত আছে অনেক মানুষ,
সেই কারণে অসহায় মানুষের একটু হলেও আশ্বাস।
খাদ্য-বস্রহীন মানুষগুলোর পাশে দাঁড়াতে,
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় তৈরী থাকে,
অসহায়দের জন্য বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পও করে থাকে ।
বর্তমানে ছেলে মেয়ের জন্মদিন উপলক্ষ্যে,
অনাথ-অসহায়দের অনকে খাদ্য-বস্র দান করে থাকে,
সেটাই বা কম কিসে?
মানবতা আজও আছে,
তাই অনেক মানুষ আজও নির্লিপ্ত সর্বহারাদের পাশে।
বন্যা,ভূমিকম্পের স্থানে,
অনেক সমাজ প্রেমী ও স্বেচ্ছাসেবী মানুষ
পৌছে যায় ত্রাণ দিতে,
বিপদযুক্ত মানুষদের বাঁচাতে।
কিছু অমানুষদের অমানবিকতার কারণে,
সেচ্ছাসেবীদের সুকর্মগুলোর কথা চাপা পড়ে।
কিছু মানবিক মানুষের কারণে,
আজও অনাথ আশ্রমের বাচ্চাদের মুখে হাসি ফোটে,
গরীব বাচ্চাদের পড়াশোনার জন্য,
অনেকেই সহযোগিতা করে থাকে।
অনেকে অসহায়-অসুস্থ মানুষের সেবায় নিমজ্জিত হয়,
প্রয়োজনে সন্তানের মতো হাসপাতালে নিয়ে যায়,
সেবা করে সুস্থ করে।
অনেক অর্থনৈতিক সম্পন্ন মানুষ অসহায় মানুষদের জন্য,
লক্ষ-কোটি টাকা দান করে।
করোনাকালীন পরিস্থিতিতে করোনা যোদ্ধাদের পাশে থাকা মানুষগুলোর মানবিকতা,
বুঝিয়ে দিলো আজও মানবিকতা আছে।
মানুষকে ভালো পরামর্শ দেওয়াটাও,
মানবিক কাজের মধ্যে পড়ে।
পৃথিবী যতদিন থাকবে,
ততদিন পযর্ন্ত কিছু মানুষ কর্মে মানবিক থাকবে।
মানবিক হওয়াটা নিজের উপর নির্ভর করে।
ভালো কাজ করার জন্য,
আমরা প্রত্যেকেই নিজস্ব সংগঠন।
অসহায় মানুষের পাশে থাকতে হবে,
তাই ভালো কাজ সবসময় করতে হবে।
______
Peut être une image de Priyanka Neogi


ليست هناك تعليقات:

إرسال تعليق